সংবাদ শিরোনাম ::
নিত্যপণ্যের দাম কমাতে, রিট হয়েছে হাইকোর্টে

আদালত প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:৪১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে, হাইকোর্টে রিট করা হয়েছে। ২১ নভেম্বর, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। গুরুত্বপূর্ণ পণ্যের মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, তেল, পেঁয়াজ, রসুন ও আদা।
রিটের বিষয়টি আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন। রিটে বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
আইনজীবী বলেন-চাল, ডাল, তেলসহ সব ধরনের নিত্য পণ্য সাধারণ মানুষের নাগালের বাইরে। এ সব পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে ব্যর্থ সরকারের সংশ্লিষ্ট দপ্তর। তাই উচ্চ আদালতের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।
/আবদুর রহমান খান/