জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে, প্রধান বিচারপতির মতবিনিময়

- আপডেট সময় : ০৮:১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ১৬ বার পড়া হয়েছে

দেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, সাবেক ও বর্তমান অ্যাটর্নি জেনারেল এবং
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান সভাপতি-সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রধান বিচারপতি বলেন, এখানে মিলিত হওয়ার উদ্দেশ্য খুবই স্পষ্ট।
আমাদের উদ্দেশ্য হলো, বিচার বিভাগ থেকে দুর্নীতি নির্মূলকরণ, আদালতের কার্যক্রম তথা বিচারব্যবস্থা গতিশীলকরণ,
বিচারকাজের মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণামূলক পদক্ষেপ গ্রহণ এবং বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টদের (যেমন- বিচারক ও কোর্টের স্টাফদের) পদক্ষেপ গ্রহণ এবং উদ্দেশ্যসমূহ অর্জনের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো নির্মাণ ও প্রতিষ্ঠা।
সভায় প্রধান বিচারপতি বলেন, বিচার ব্যবস্থা নিয়ে অনেক অভিযোগ আছে।
কিন্তু এসব অভিযোগ নিরসনের জন্য নিরন্তর প্রচেষ্টা প্রয়োজন এবং কার্যকর মেকানিজম বা পদ্ধতি প্রতিষ্ঠা প্রয়োজন।
এই পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে আমরা সেগুলো চিহ্নিত করব।
আপনারা সকলেই সুচিন্তিত মতামত ও প্রস্তাব দিয়ে সহযোগিতা করবেন।
আপনাদের কাছ থেকে মতামত ও প্রস্তাবসমূহ ২ ভাবে আমাদের কাছে প্রেরণ করা যাবে।
প্রথমত, এখানে উপস্থিত যারা কোনো প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করছেন তারা প্রাতিষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের লিখিত প্রস্তাব পাঠাতে পারবেন।
দ্বিতীয়ত, যারা এখানে ব্যক্তি হিসেবে অংশগ্রহণ করেছেন তারা তাদের নিজেদের মতামত লিখিতভাবে আমাদের কাছে পাঠাবেন বলে অনুরোধ জানাচ্ছি।
সভায় উপস্থিত ছিলেন-আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো.আশফাকুল ইসলাম, বিচারপতি মো.আবু জাফর সিদ্দিকী,
বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ড.কামাল হোসেন,
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম আমীর-উল ইসলাম, সিনিয়র অ্যাডভোকেট রাবেয়া ভূইয়া,
সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল।
এ ছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন,
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো.মোমতাজ উদ্দিন ফকির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর,
শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী,
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন মেহেদী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো.আবদুন নূর।
/আবদুর রহমান খান/