সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

- আপডেট সময় : ০৬:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ১৭ বার পড়া হয়েছে

দেশের পুঁজিবাজারে বুধবার (১৫ নভেম্বর) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। টানা ৬ দিন পর লেনদেন বেড়েছে। অপরিবর্তিত রয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। ডিএসইতে মোট ৬৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এ দিন বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২০ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া মোট ২৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৬৬ টি কোম্পানির, কমেছে ৭৯ টির এবং অপরিবর্তিত আছে ১৫২টির।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৪৬ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া, সিএসসিএক্স ১৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৬৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১৩৫ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৪৬ টি কোম্পানির, কমেছে ৩৬ টির এবং অপরিবর্তিত আছে ৫৩ টির দাম।
আরও পড়ুন: পুঁজিবাজারে নতুন বিধিমালা প্রণয়ন করবে বিএসইসি
/আবদুর রহমান খান/