সপ্তাহের শেষ দিন পুঁজিবাজারে লেনদেন কমেছে

- আপডেট সময় : ০৭:৩৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ১৯ বার পড়া হয়েছে

দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ দিন ১৬ নভেম্বর, সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। টানা ৬ দিন পর গত বুধবার লেনদেন বাড়লেও তা বেশি সময় স্থায়ী হয়নি। এর একদিন পর বৃহস্পতিবার লেনদেন কমেছে। অপরিবর্তিত রয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। ডিএসইতে মোট ৩৬০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৪৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট।
বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক শূন্য দশমিক ৮৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ১১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ২৯৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৬৯ টি কোম্পানির, কমেছে ৬২ টির এবং অপরিবর্তিত আছে ১৬২ টির দাম।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৪১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স ৩ পয়েন্ট কমে ১১ হাজার ৮৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৪২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৪৩টি কোম্পানির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত আছে ৫২ টির দাম।
আরও পড়ুন: সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
/আবদুর রহমান খান/