ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

অ্যাডভোকেট আকন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ

আদালত প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ২৮ বার পড়া হয়েছে
নিউজ ফর জাস্টিস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের মুক্তির দাবিতে, ঢাকা জজ আদালত এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। তিনি জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক। ২৬ অক্টোবর দুপুরে জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল-ঢাকা জজকোর্ট শাখার ব্যানারে, ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভ শুরু করে।

এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অসুস্থ অবস্থায় অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে বেআইনিভাবে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

দেশের অবস্থা এখন এমন হয়েছে যে, একজন বিজ্ঞ আইনজীবীরও কোনো নিরাপত্তা নেই। বিভিন্ন জায়গা থেকে আইনজীবীদেরও গ্রেপ্তার করা হচ্ছে। আমরা অবিলম্বে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের মুক্তির দাবি জানাচ্ছি। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ড. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক মঈনুদ্দিন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম, ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় অফিস সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার আবু বকর সিদ্দিক প্রমুখ।

/আবদুর রহমান খান/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অ্যাডভোকেট আকন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০৬:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের মুক্তির দাবিতে, ঢাকা জজ আদালত এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। তিনি জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক। ২৬ অক্টোবর দুপুরে জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল-ঢাকা জজকোর্ট শাখার ব্যানারে, ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভ শুরু করে।

এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অসুস্থ অবস্থায় অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে বেআইনিভাবে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

দেশের অবস্থা এখন এমন হয়েছে যে, একজন বিজ্ঞ আইনজীবীরও কোনো নিরাপত্তা নেই। বিভিন্ন জায়গা থেকে আইনজীবীদেরও গ্রেপ্তার করা হচ্ছে। আমরা অবিলম্বে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের মুক্তির দাবি জানাচ্ছি। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ড. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক মঈনুদ্দিন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম, ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় অফিস সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার আবু বকর সিদ্দিক প্রমুখ।

/আবদুর রহমান খান/